Wellcome to National Portal
বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ডিসেম্বর ২০২৩

পরিচালক

জনাব মোঃ জাহিদ হোসেন ১৩ ডিসেম্বর ২০২৩ খ্রি. অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে যোগদান করেন। বর্তমানে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যুগ্ম সচিব পদে কর্মরত আছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যোগদানের আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০১০-১১ সালে ইউএনডিপির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের পর তিনি মাঠ প্রশাসনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট থেকে বিবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ফিন্যান্সে এমবিএ করেছেন। তিনি যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এমএসসি করেছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনসংখ্যা বিজ্ঞানে স্নাতকোত্তর (এমপিএস) ডিগ্রি অর্জন করেন। তিনি তার শিক্ষাজীবনে বেশ কিছু বৃত্তি পেয়েছেন। তিনি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রোগ্রাম, সেমিনার, কর্মশালা এবং আইন ও প্রশাসন, আর্থিক অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা, বাজেট এবং অ্যাকাউন্টিং সিস্টেম, পাবলিক প্রকিউরমেন্ট, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, ই-গভর্নমেন্ট এবং পাবলিক সার্ভিস ট্রান্সফরমেশন ইত্যাদি বিষয়ে সংলাপে অংশগ্রহণ করেছেন। জনাব হোসেনের ভারত ও বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) ফ্রেমওয়ার্ক বিষয়ের উপর একটি প্রকাশনা রয়েছে, যা Journal of Global Economy তে প্রকাশিত হয়েছে। তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, ব্রাজিল, নেদারল্যান্ড, মালয়েশিয়া, ফ্রান্স, স্পেনসহ আরো অনেক দেশ সফর করেছেন।