Wellcome to National Portal
বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মে ২০২৩

একাডেমির সার্বিক কার্যাবলী

  • বীমা   বিষয়ক  প্রশিক্ষণ  কোর্স  পরিচালনা ।
  • বীমা বিষয়ে বিভিন্ন সেমিনার/সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন।
  • বীমা বিষয়ে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স পরিচালনা (মে এবং অক্টোবর পর্ব)।
  • দেশে-বিদেশে বীমা বিশেষজ্ঞ ও বীমা প্রশিক্ষণ ইনষ্টিটিউট  ও  প্রতিষ্ঠানের  সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন এবং যৌথভাবে প্রশিক্ষণ কোর্সের আয়োজন।
  • বিদেশী বীমা ইনষ্টিটিউট কর্তৃক পরিচালিত  বীমা বিষয়ক পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারে ছাত্র-ছাত্রীগণকে প্রয়োজনীয়   সহযোগিতা দান ।
  • বিভিন্ন  বিদেশী  কোর্স  যেমন- ACII(London) Acturial Science এর বিভিন্ন দিক নির্দেশনামূলক সহযোগিতা প্রদান করাসহ     কোর্স ম্যাটেরিয়াল সরবরাহসহ, কোচিং সুবিধা প্রদান।
  • বীমা বিষয়ক পুস্তক/পুস্তিকা/সাময়িকী  ও  জার্নাল প্রকাশনা।
  • বীমার উপর সময়োপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনা  করা।